সাগর শান্ত হয়ে এলেও শঙ্কা না কাটায় সোমবার সকাল পর্যন্ত গভীর সাগরে অবস্থানরত জেলেদের সাবধানে চলাচল করতে হবে। এরপর সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌকা পুরোদমে গভীর সাগরে বিচরণ করতে পারবে।
রবিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সোমবার সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।