বিশ্বকাপের দল থেকে বাদ, ক্ষোভ উগরে দিলেন চাহাল

0

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাকে সুযোগ দেওয়া হয়নি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও, একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। আর এবার বিশ্বকাপের দল থেকেও ছাঁটাই হয়েছেন এই লেগ স্পিনার। চাহালের বাদ যাওয়ায় ক্রিকেট দুনিয়া তোলপাড়। এমন পরিস্থিতিতে নিজের ক্ষোভ উগরে দিলেন টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার।

বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেলেও, ঘরে বসে নেই এই লেগ স্পিনার। বরং তিনি ইংল্যান্ডে চলে গেছেন। কেন্টের হয়ে খেলছেন কাউন্টি ক্রিকেট। সেখানে একটি সংবাদমাধ্যমকে চাহাল বলেন, এটা তো বিশ্বকাপ। ১৫ জনের বেশি তো দলে নেওয়া যায় না। তাই বাদ গেলাম। আন্তর্জাতিক কেরিয়ার থেকে তিনটি আইসিসি ইভেন্ট চোখের সামনে থেকে চলে গেল। পারফরম্যান্স থাকার পরেও তাকে কাপ যুদ্ধের দলে সুযোগ দিলেন না অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়। তাই নিজের ক্ষোভও লুকিয়ে রাখতে পারলেন না। ঘটালেন বিস্ফোরণ।

[ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে ব্রাত্য করলেও, কেন্টের হয়ে দারুণ পারফরম্যান্স করছেন এই লেগ স্পিনার। নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ৬৩ রানে ৩ ও ৪৩ রানে ২ উইকেট নেওয়ার পর ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধেও তিনি সফল। প্রথম ইনিংসে ৭০ রানে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৭০ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

এখনও তার টেস্ট অভিষেক ঘটেনি। তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। তবুও চাহালের কেরিয়ার থেকে তিনটি বিশ্বকাপ বাদ চলে গেল! এহেন চাহাল কি আবার ভারতীয় দলে ফিরতে পারবেন? ফিরলেও কি বিশ্বকাপ দলে না থাকার যন্ত্রণা কি তার কমবে? প্রশ্নটা কিন্তু থেকেই গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here