আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শুরুর আগেই অনেক তারকা খেলোয়াড় ও বিশ্লেষক শিরোপার দৌড়ে এগিয়ে রাখছেন অনেক দেশকে। কেউ ভারত, অস্ট্রেলিয়া কেউবা আবার পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন।
তবে আনপ্রেডিক্টেবল দল হিসেবে পরিচিত পাকিস্তান ১৯৯২ সালে শিরোপা জয়ের পর আরো একবার শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। তবে দুশ্চিন্তার কারণ ব্যাটারদের অধারাবাহিকতা। তারপরও ৯২-এর চ্যাম্পিয়নরা করতে চায় ইতিহাসের পুনরাবৃত্তি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন বাবর-রিজওয়ানরা।
নাসিম শাহকে মিস করবে পাকিস্তান। এশিয়া কাপে ইনজুরি শেষ করে দেয় তরুণ পেসারের বিশ্বকাপ স্বপ্ন। তবে পেস ইউনিটে আছেন পাঁচ বোলার। বিশেষ করে বলতে হয় শাহিন শাহ আফ্রিদির কথা। নতুন বলে তিনি ব্যাটারদের রাতের ঘুম হারাম করে দিতে পারেন।
এ ছাড়া আছেন ব্যাটিং নিউক্লিয়াস বাবর আজম। ওয়ানডের র্যাঙ্কিং সেরা পাকিস্তান অধিনায়ক। মাঝে মাঝে রিজওয়ান, ফখর, ইমাম-উল হকও জ্বলে উঠেন। তারপরও দিনশেষে তারা আনপ্রেডিক্টেবল! যেখানে হিসাবনিকাশ টিকে না। আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু পাকিস্তানের।