বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসাবে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করে জেলা ওয়ার্কার্স পার্টি।
এর আগে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে লাল পতাকা মিছিল বের করে দলটি। ঝিনাইদহ জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান কমরেড মোস্তফা আলমগীর রতন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য রেজাউল ইসলাম, অধ্যক্ষ আসাদুজ্জামান, মোশারফ হোসেন মাস্টার, আব্দুল কুদ্দুস, যুবমৈত্রীর জেলা সভাপতি অধ্যক্ষ বিপ্লব বিষ্ণু ও ছাত্রমৈত্রীর জেলা আহ্বায়ক সাব্বির হোসেনসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।