সখীপুরে দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ

0

টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ ফ্লাওয়ার গোয়ার্স এন্ড এক্সপোর্টাস এসোসিয়েশন (বিএফএ)। শুক্রবার সকালে উপজেলা হাতীবান্দা ইউনিয়নের খোকা মিয়া কৃষি সমাচার মিলনায়তনে এ প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন গ্রীণ হ্যাভেন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম.এ সামাদ। 

কৃষি কাজে আধুনিক পদ্ধতি অনুসরণ করে ফুল ও ফল চাষে আগ্রহী উপজেলার পঞ্চাশ জন কৃষক এ প্রশিক্ষণে অংশ নেয়। বিএফএ-এর ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিনের সভাপতিত্বে প্রশিক্ষ হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কবিতা আঞ্জুমানরা, গাজীপুর ফুল গবেষণা কেন্দ্রের বিভাগীয় প্রধান ড. ফারজানা খান, ফুল গবেষণা কেন্দ্রের অবসরপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম শরীফুজ্জামান প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here