ইউক্রেনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে এক রাতে ৪০টি ড্রোন হামলা চালায় রাশিয়া। তবে এসব ড্রোনের মধ্যে ৩০টি ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ।
শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার ইউক্রেনের সাউথ মিলিটারি কমান্ড এ তথ্য জানায়। তাদের দাবি, রাশিয়ার আক্রমণ চলাকালীন ভিনিতসিয়া অঞ্চলে ২০টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। তা ছাড়া দক্ষিণাঞ্চলীয় ওডেসা ও মিকোলাইভ অঞ্চলে অন্তত ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সূত্র : আল-জাজিরা ও রয়টার্স।