বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা আঁচল আঁখির জন্মদিন ছিল গত ২৬ সেপ্টেম্বর। তবে এবার আঁচল তার জন্মদিন উদযাপন করেছেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরের আমপাং এলাকায় একটি অ্যারাবিয়ান রেস্তোরাঁয় ছিল কেক কাটা ও নৈশভোজের আয়োজন।
রেস্তোরাঁর হলঘরে প্রথমে চিত্রনায়িকা আঁচল আঁখি প্রবাসী সাংবাদিকদের নিয়ে কেক কাটেন। এসময় তার সাথে ছিলেন স্বামী সংগীত শিল্পী সৈয়দ অমি। উপস্থিত প্রবাসীরা আঁচলকে ফুল ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি সাংবাদিক মোস্তফা ইমরান রাজু, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার আহ্বায়ক আমিনুল ইসলাম রতন, যুগ্ম আহ্বায়ক লেখক-সাংবাদিক রফিক আহমদ খান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ ও সাংস্কৃতিককর্মী রকি রাব্বানীসহ আরো অনেকেই।
নৈশভোজ শেষে নায়িকা আঁচল উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান।