ইতালিতে ঘুমের মধ্যে বাংলাদেশি যুবকের মৃত্যু

0

ইতালিতে ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার নাম খসরুজ্জামান খসরু (৩৫)। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের সাঙ্গিরাই গ্রামের সৈয়দ হাজী সুজন মিয়ার ছেলে। শুক্রবার বাংলাদেশ সময় আনুমানিক ৪টা সময় ইতালির মিলান শহরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খসরুজ্জামানের বড়ভাই রুকন উদ্দিন কিনু জানান, ৬ ভাই ২ বোনের মধ্যে খরুজ্জামান সর্বকনিষ্ট। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ২০১৬ সালে ইতালি পাড়ি জমান তিনি। দীর্ঘদিন অবস্থানের পর ২০২১ সালে সুযোগ লাভ করেন স্থায়ী বসবাসের। পরে গেল দুই মাস পূর্বে বাবা-মাকে নিয়ে ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরে আবদ্ধ হন বিবাহবন্ধনে। কিছুদিন দেশে অবস্থান করে গেল ১৭ জানুয়ারি ফের পাড়ি জামান নিজ কর্মস্থল ইতালির মিলানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here