রামোসের আত্মঘাতী গোলে শীর্ষে বার্সেলোনা

0

ফ্রান্স ছেড়েছেন সার্জিও রামোস। আবারও স্পেনে চলে এসেছেন তিনি। লা লিগায় খেলছেন সেভিয়ার হয়ে।

এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হল সেই সেভিয়া। ম্যাচের আগে রামোস জানিয়েছিলেন, এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোল করতে চান। রামোসের চাওয়া পূরণও হয়েছে। তবে তা দলের জন্য হয়েছে হীতে বিপরীত। কেননা, রামোসের গোলটি ছিল আত্মঘাতী। এই গোলেই সেভিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা। এর মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কাতালান ক্লাবটি।

ম্যাচজুড়ে দারুণ খেলেছেন রামোস। তবে আত্মঘাতী গোলের জন্য ঠিক তাকে দোষ দেওয়া যায় না। বক্সের ভেতর হেড দিতে লাফিয়ে উঠেছিলেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ তরুণের হেড ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়ান রামোস।

এই ম্যাচে জয়ের ফলে ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রতে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুইয়ে আছে জিরোনা। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here