ববির অনাবৃত শরীর দেখে যে মন্তব্য করে বসলেন এষা

0

‘গদর ২’ এর সময় থেকেই কাছাকাছি এসেছেন ধর্মেন্দ্রের দুই পক্ষের ছেলে-মেয়েরা। ভাই সানি দেওলের ছবি মুক্তির সময় গলা ফাটান এষা দেওল। এবার পালা ববি দেওলের।

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘অ্যানিমাল’ ছবির টিজার। ২ মিনিট ২৬ সেকেন্ডের টিজারজুড়ে প্রায় গোটাটাই রণবীর কাপুর। যদিও মাঝে কয়েক সেকেন্ড রয়েছেন রাশমিকা ও অনিল কাপুর। সবার শেষে এক ঝলক দেখা যায় অভিনেতা ববি দেওলকে। পরনে সবুজ ধুতি, গলায় হার, হাতে ছুরি, অনাবৃত শরীর। কয়েক ঝলকেই যেন দর্শকের নজর কেড়েছেন অভিনেতা। ভাইয়ের এই ছবি দেখে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এষা দেওল লেখেন, “শুধুই শেষ দৃশ্যটা দেখার জন্য অপেক্ষা করুন।”

তবে ‘গদর ২’-এর মাধ্যমে সম্পর্কের বরফ গলেছে তাদের। এবার ‘অ্যানিমাল’ ছবিতেই সৎ ভাই ববির জন্য একই কাজ করলেন এষা।

‘অ্যানিমাল’ ছবি টিজারটি শেষ হয় ববি দেওলকে দিয়েই। তবে তার মুখে কোনও কথা নেই। শুধুই ছুরি হাতে ইশারা করতে দেখা যায় তাকে। তাতেই নজর কেড়েছেন অভিনেতা। আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here