বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে প্রস্তুত প্রোটিয়ারা: রাবাদা

0

বিশ্বকাপের মঞ্চে সব সময়ই ‘চোকার’ আখ্যা পেয়ে আসছে দক্ষিণ আফ্রিকা। প্রায় সব আসরেই দুর্দান্ত পারফর্ম করেও এখন পর্যন্ত বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি প্রোটিয়াদের। তবে এবার ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখাতে চায় তারা। 

প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বিশ্বাস, ভারতে আয়োজিত এবারের বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো তারা শিরোপা ঘরে তুলতে প্রস্তুত। এবার তাদের ইতিহাস রচনা করার সময় হয়েছে বলেও মনে করেন ডানহাতি এই পেসার।

‘আমাদের সামর্থ্যবান খেলোয়াড় রয়েছে। আমি আশা করছি, আমরা এবার প্রথমবারের মতো ফাইনাল খেলবো এবং বিশ্বকাপ জিতবো। এটি কঠিন হতে যাচ্ছে। তবে এটি বেশ উপভোগ্যও হবে। বিশ্বের সেরা খেলোয়াড়রা একে অপরের বিপক্ষে খেলবে, তারা একটি ট্রফির জন্য লড়বে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি’- যোগ করেন প্রোটিয়া এই পেসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here