কক্সবাজারের চকরিয়ায় বদ্ধ খালের কচুরিপানার ভিতর থেকে লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর প্রধান আসামী বোরহান উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে র্যাব-১৫ এক একটি দল।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পার্শ্ববর্তী উপজেলা মহেশখালীর দুর্গম গহীন পাহাড় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যায় ব্যবহৃত বৈঠা ও কিরিচ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান উদ্দিন হত্যাকান্ডের কথা স্বীকার করেন। তিনি বলেন- পূর্ব বিরোধের জের ধরে রাহাতকে হত্যার পরিকল্পনা করেন বোরহান উদ্দিন। পরিকল্পনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মাছ ধরার খালে রাহাতকে একা পেয়ে প্রথমে বৈঠা দিয়ে ও পরে কিরিচ দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর খালের কুচরিপানার ভিতর লাশ লুকিয়ে রাখেন।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, আসামি বোরহান উদ্দিনকে শনিবার (৩০ সেপ্টেম্বর) আদালতে উপস্থাপন করা হবে।