চাঁদপুরে জেলা প্রশাসক ২০তম কাপ ফুটবল ও আন্ত উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্ট-২৩ এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি টুর্নামেন্টের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে মন্ত্রীর পক্ষে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে খেলার শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।