পাকিস্তানে ফের একটি বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণটি খাইবার পাখতুনখাওয়ার হাঙু শহরের একটি মসজিদে হয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রতিবেশি রাজ্য বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় একটি মসজিদের কাছে বিস্ফোরণে ৫২ জন নিহত হয়। আহত হন ৫০ জনের বেশি। এই ঘটনার কিছুক্ষণ পরেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
দ্বিতীয় বিস্ফোরণ নিয়ে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ থেকে ৪০ জন মুসল্লি মসজিদে জুমার জামায়াত আদায়ে সমবেত হয়েছিলেন। সেই সময় বিস্ফোরণ ঘটে।
উদ্ধারকারী ১১২২ এর মুখপাত্র বিলাল ফায়জি বলেন, বিস্ফোরণে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। তিনি জানান, বিস্ফোরণের ফলে মসজিদের ছাদ ধসে পড়ে ।