রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে।
আইসিসি বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর পুতিন যুদ্ধের আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছেন। ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়েছেন।
তাৎক্ষণিকভাবে রাশিয়া বিষয়টি নিয়ে মন্তব্য জানায়নি। ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধের বিষয়টি অস্বীকার করেছে।