কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়ায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে কুমারগাড়ায় একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সিএনজির ৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মনোয়ারা (৫০) মারা যান।
নিহত মনোয়ারা সদরের বালিয়াপাড়ার আকমল হোসেনের স্ত্রী। ফাতেমা, হৃদয়সহ আহত ৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।