বাগেরহাটে পানিতে ডুবে দুই শিশুসহ জাহাজের গ্রিজারম্যানের মৃত্যু

0

বাগেরহাটের রামপাল উপজেলায় দুই শিশু ও মোংলায় জাহাজ থেকে পড়ে এক গ্রিজারম্যানের মৃত্যু হয়েছে। 

রামপাল উপজেলার কালেখারবেড় প্রামের মো. সফরুল শেখের ছেলে আজিম শেখ (১৯ মাস) সবার অগোচরে বৃহস্পতিবার সকালে  বাড়ির পুকুরে পড়ে মারা যায়। একই উপজেলার চিত্রা গ্রামের মো. আলমগীরের মেয়ে আয়শা খাতুন (৬) বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের খালের বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। 

মোংলার শিল্প এলাকায় জাহাজ থেকে পড়ে নিখোঁজ গ্রিজারম্যান জাবের আহমেদের মরদেহ দুদিন পর বৃহস্পতিবার সকালে জেটির পাশ থেকে উদ্ধার করেছে কোস্টগার্ডের ডুবুরিরা। গ্রিজারম্যান জাবের সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার তরুণ মিয়ার ছেলে। জাহাজের গ্রিজারম্যান (জাহাজের ইঞ্জিন পরিষ্কারক ব্যক্তি) পদে ২০২২ সালের ১ জুলাই থেকে কর্মরত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here