ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মথুরা স্টেশনের। সেখানে চালকের দায়িত্বহীনতা ও অসাবধতানতার কারণে একটি ট্রেন লাইন ভুলে প্ল্যাটফর্মে উঠে যায়। সে সময় চালক মোবাইল ফোনে ভিডিও কলে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় এক নারী ও রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তরপ্রদেশের মথুরা স্টেশনে যখন এ ঘটনা ঘটেছে, সে সময় আতঙ্কে সবাই দৌড়াদৌড়ি, ছোটাছুটি করছিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
তবে দ্বিতীয় চালক আসনে বসে ভিডিও কলে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আচমকাই ট্রেনটি চলতে শুরু করে। পরে ট্রেনটি লাইন ছেড়ে সোজা প্ল্যাটফর্মে উঠে পড়ে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, অভিযুক্ত চালকের নাম শচিন। এ ঘটনায় মোট পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে। মথুরার রেলওয়ে স্টেশন ডিরেক্টর সঞ্জীব শ্রীবাস্তব অভিযোগ করেছেন, বরখাস্ত হওয়া কর্মীরা মদ্যপ অবস্থায় কাজ করছিলেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি