ভারতে ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। আইসিসির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিবে ১০টি দল। বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দল দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে।
৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। তার আগে আজ শুক্রবার দুপুর আড়াইটায় গুয়াহাটি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ ভারতের তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দু’টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে।