অ্যাগারের ইনজুরিতে বিশ্বকাপ দলে লাবুশেনে

0

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন প্রাথমিক দলে সুযোগ না পাওয়া মার্নাস লাবুশেনে। অ্যাশটন অ্যাগারের ইনজুরিতে কপাল খুলেছে এই ব্যাটারের।

পায়ের পেশির চোটের কারণে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার অ্যাগার। এদিকে ইনজুরিতে রয়েছেন অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার ট্রাভিস হেড। বিশ্বকাপের প্রথম দিকে দলে থাকবেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে বাম হাতে আঘাত পাওয়ার পর হাতে চিড় ধরা পড়ে তার। সেখান থেকে সেরে উঠতে চার সপ্তাহ লাগতে পারে এই ব্যাটারের। তার বদলে প্রথমভাগে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে নামবেন মিচেল মার্শ।

একনজরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: 
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স কেয়ারি, জশ ইংলিস, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here