অস্ট্রেলিয়ার চূড়ান্ত বিশ্বকাপ দলে লাবুশেন, আছেন চোটে পড়া হেডও

0

শেষ পর্যন্ত ফিট না হওয়ায় বাহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারের জায়গায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সুযোগ পেলেন মার্নাস লাবুশেন। আজ বৃহস্পতিবার এ পরিবর্তন এনেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। এর আগে আজ শেষবারের মতো দল পরিবর্তন করার সুযোগ ছিল। সেখানে কেবল একজনই পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া।

এদিকে, হাত ভেঙে যাওয়ার পরও অজি দলে টিকে গেছেন ট্রাভিস হেড। চোট থেকে সেরে উঠতে আরও চার সপ্তাহ সময় লাগবে বলেই ধারণা করা হচ্ছে। তবে আসরের শেষ দিকে হলেও তাকে চাইছে দলটি। যে কারণে টিকে আছেন তিনি। তবে সেক্ষেত্রে শুরুর দিকে অস্ট্রেলিয়ার স্কোয়াডে কেবল ১৪ জন সদস্য থাকবে তাদের।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here