ইসরায়েলে পৃথক ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার এসব ঘটনা ঘটে।
গণমাধ্যমের প্রতিবেনে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ জানিয়েছে-বুধবার উত্তর ইসরায়েলের বাসমাত তাবুন শহরে গুলি করে হত্যা করা হয় একই পরিবারের পাঁচ সদস্যকে। তাদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ।
পুলিশ বলেছে, সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছে তারা।
এর আগে, হাইফা শহরে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে মুখোশধারী দুর্বৃত্তরা। ওই ব্যক্তি কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন।
পৃথক ঘটনায় হত্যার শিকার এসব ব্যক্তি ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। একই দিনে সংঘটিত এই হত্যাকাণ্ডগুলোর মধ্যে আন্তঃসম্পর্কিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
হাইফার যে এলাকায় প্রথম হত্যাকাণ্ডটি সংঘটিত হয়, সেখানকার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
আব্রহাম ইনিশিয়েটিভসের হিসাবে, এ দুটি ঘটনা মিলিয়ে চলতি বছরে ইসরায়েলে অন্তত ১৮৮ ফিলিস্তিনি হত্যার শিকার হলেন।
ইসরায়েলের ৯৭ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ২০ শতাংশই ফিলিস্তিনি নাগরিক। সেখানে দীর্ঘদিন ধরে তারা দারিদ্র্য, বৈষম্য ও সরকারের অবহেলার শিকার বলে অভিযোগ রয়েছে।
একই সঙ্গে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকাগুলোতে পুলিশি নিরাপত্তার অভাব রয়েছে। এর ফলে সেখানে অপরাধী ও মাদক কারবারিরা অবাধে ঘুরে বেড়াতে পারে বলে অভিযোগ বাসিন্দাদের।
ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন জিভির গত বছর দায়িত্ব নেওয়ার সময় ঘোষণা দিয়েছিলেন, ফিলিস্তিনি অধ্যুষিত এলাকাগুলোতে অপরাধ কমাতে নিরাপত্তা জোরদার করা হবে। তবে এখন পর্যন্ত সে বিষয়ে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। সূত্র: আল জাজিরা