বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের সিংড়াবুনিয়া গ্রামে ৫ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে ঐ শিশুর বাবা বাদল চন্দ্র শীল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বামনা থানা পুলিশ আজ সকালে অভিযুক্ত নির্যাতনকারী ১০ম শ্রেণির শিক্ষার্থী অনিক চন্দ্র শীলকে গ্রেফতার করেছে।
নির্যাতনের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গ্রেফতারের পর আসামি ওই শিশুকে নির্যাতনের বিষয়টি স্বীকার করেছে।
আসামির বাড়ী মঠবাড়িয়া উপজেলায়। ২ দিন পূর্বে বামনায় খালু বাড়ি বেড়াতে আসে সে।