বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দিচ্ছেন পেসার টিম সাউদি। আগামী শনিবার ভারতের উদ্দেশে উড়াল দেবেন তিনি। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপ।
উদ্বোধনী দিনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এ ম্যাচের আগেই ফিট হয়ে ওঠার আশায় আছেন সাউদি। সেটি করতে পারলে এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেলে সাউদির ক্যারিয়ারে এটি হবে পঞ্চম বিশ্বকাপ।