রমজান উপলক্ষে কুড়িগ্রাম বাজার মনিটরিং টিম জেলার উলিপুর ও চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনাকালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, উলিপুর উপজেলা নির্বাহী অপিসার শোভন রাংসা, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান, এনএসআইয়ের সহকারি পরিচালক উজ্জ্বল,ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার প্রমুখ।এসময় উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার, উলিপুর বাজার, চিলমারী উপজেলারথানাহাট বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাজার তদারকীতে অনিয়মের অভিযোগে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।