ভারতরে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হত্যার বিষয়ে কানাডার দেওয়া যেকোনো নির্দিষ্ট তথ্য খতিয়ে দেখার জন্য প্রস্তুত।
কানাডায় গত জুন মাসে শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় ভারতকে দায়ী করে সংসদে বক্তব্য দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে ভারত এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।
এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বললেন, যেকোনো ধরনের প্রাসঙ্গিক তদন্তের জন্য ভারত তৈরি। তিনি সাফ জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই দিল্লি জড়িত নয়।
সূত্র: বিবিসি