নিয়মিত অধিনায়ক রিশভ পান্থ সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা হচ্ছে না তার। তাই নতুন অধিনায়ক খুঁজছিল ফ্র্যাঞ্চাইজি দলটি। সহঅধিনায়ক অক্ষর প্যাটেলের নামও শোনা যাচ্ছিল। তবে অধিনায়ক হিসেবে অসি তারকা ডেভিড ওয়ার্নারকে বেছে নিল দিল্লি। আইপিএলে নেতৃত্ব দেওয়ার দারুণ অভিজ্ঞতাও আছে তার। ওয়ার্নারের নেতৃত্বেই ২০১৬ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল।
সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। বৃহস্পতিবার সকালে টুইটারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস।