প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে “সচেতন মা, নিরাপদ দেশ ও পরিবার” শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু সচেতনতায় শতাধিক মা-দের মাঝে লিফলেট, মশারী ও মশার কয়েল বিতরণ করা হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের লুবনা কটেজ হলরুমে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আরজুমনি অক্সিজেন ব্যাংক ফাউন্ডেশন” এ আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
অনুষ্ঠিত সমাবেশে লক্ষ্মীপুর পৌর এলাকার শতাধিক মা অংশগ্রহণ করেন। সমাবেশে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকায় ভোট চান বক্তারা।