এবার ট্রুডো ও নরেন্দ্র মোদী প্রশাসনের দ্বন্দ্বের খেসারত গুণতে যাচ্ছে ভারতের সাধারণ মানুষ ও কানাডার কৃষকরা। মশুর ডালের একটা বড় অংশ ভারত কানাডা থেকে আমদানি করে থাকে।
শিখ নেতাকে হত্যার জেরে ভারত ও কানাডা মুখোমুখি অবস্থান নেওয়ার পর কানাডা থেকে ভারতে ডাল আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে। ফলে কানাডার কৃষকরা যেমন তাদের ডালের উপযুক্ত দাম পাবেন কিনা সে নিয়ে শঙ্কায় আছেন। বিপরীতে ভারতের বাজারে খাদ্যপণ্যের দামও আরো বাড়তে পারে বলে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডাল ঘাটতির ফলে ভারতে খাদ্যের দাম বাড়লে আগামী নির্বাচনে তা বড় প্রভাব ফেলতে পারে নরেন্দ্র মোদীর দেশে।
বড় আমদানিকারক প্রতিষ্ঠান ওলাম অ্যাগ্রি ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিতিন গুপ্ত বলেছেন, দুই দেশের এই বৈরিতা নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। অনেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়েও শঙ্কা করছেন।
যদিও দিল্লি এখনো কানাডার পণ্য আমদানি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের কোনো নির্দেশনা দেয়নি। আর কানাডাও এখনও ভারতের সাথে বাণিজ্য করার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জাতীয় ব্যবস্থা নেয়নি।
গত অর্থ বছর কানাডা থেকে ৪৮৫৪৯২ মেট্রিক টন ডাল আমদানি করেছে ভারত। যার অর্থমূল্য ৩৭০ মিলিয়ন ডলার। যা ভারতের মোট ডাল আমদানির অর্ধেকেরও বেশি।