হামলায় কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরের কমান্ডার ভিক্টর সোকোলভসহ ৩৪ জন নিহত হয়েছে বলে করেছিল ইউক্রেন। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স এই দাবি করে। তবে ইউক্রেনীয় দাবি করে নস্যাৎ করে রাশিয়া জানিয়েছে, বেঁচে আছেন কমান্ডার ভিক্টর সোকোলভ।
ইউক্রেনের দাবি একদিনের মাথায় মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিডিও কনফারেন্সে সোকোলভের সঙ্গে আলোচনার ভিডিও প্রকাশ করে।