ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ মেলা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী কুমার নদে ১২৩তম নৌকাবাইচ মেলা অনুষ্ঠিত হয়।
প্রাণবন্ত এই নৌকাবাইচ মেলায় কুমার নদের দুই পাড়ে দর্শকদের ঢল নামে। নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে মকসুদপুর উপজেলার আড়পাড়া গ্রামের উসমান শেখের নৌকা। দ্বিতীয় হয়েছে বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের ইলিয়াস এবং তৃতীয় হয়েছেন মুকসুদপুর উপজেলার দুলাগাঁ গ্রামের রিজাউলের নৌকা। এসময় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বীর মুক্তিযোদ্ধা ডা. গোলাম কবীর, মেলা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ওবাইদুর সরদার প্রমুখ।