ভাঙ্গায় ব্র্যাকের উদ্যোগে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ফরিদপুর জেলা কো-অর্ডিনেটর খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ্। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালালউদ্দিন আহম্মেদ, কৃষি কর্মকর্তা জীবাংসু দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, তুজারপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান, সাংবাদিক রমজান সিকদার প্রমুখ।
সভায় ব্র্যাকের পি এস ইউ প্রোগ্রামের ফরিদপুর জেলা কো-অর্ডিনেটর মোঃ আসাদুল্লাহ, ভাঙ্গা ব্র্যাক অফিসের মাইগ্রেশন অর্গানাইজার পার্থ দাস, সদরপুর উপজেলার মামুনুর রশীদ ও বিদেশফেরত কয়েকজন অভিবাসী উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধে বিদেশফেরতদের কষ্টার্জিত আয় ও দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান করা হয়।