বাংলাদেশকে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে হারাল নিউজিল্যান্ড। এই জয়ে ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল কিউইরা। তিন ম্যাচের সিরিজটা নিউজিল্যান্ড জিতল ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।
উল্লেখ্য, মঙ্গলবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৯১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে যায় কিউইরা।