অনেক আলোচনা-সমালোচনার পর আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের ঘোষিত দলে জায়গা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দলে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালকে।
অনেকদিন ধরেই পিঠের চোটে ভুগছিলেন তামিম। এ কারণে এশিয়া কাপে খেলতে পারেননি, ছেড়ে দেন নেতৃত্বও। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরে প্রথম ওয়ানডেতে বৃষ্টির কারণে ব্যাট করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে করেন ৪৪ রান। এরপর তৃতীয় ম্যাচে বিশ্রাম নেন তিনি।
তিনি বলেন, ‘আপনারা তো বিশ্বকাপের স্কোয়াড পেয়েছেন। তামিমের অনেকদিন ধরে ইনজুরি কনসার্ন। এটা নিয়ে লড়াই করছিল। প্রথম ম্যাচ খেলার পর অভিযোগ এসেছে চোট নিয়ে। ইনজুরি চিন্তা করে তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আলোচনা করে ঝুঁকি নেইনি। বিশ্বকাপ লম্বা টুর্নামেন্ট, এটা বিবেচনায় রাখা হয়েছে।’
এই সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে জানিয়ে নান্নু বলেন, ‘ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনা করেই স্কোয়াড তৈরি করা হয়েছে। তামিমের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। সার্বিকভাবে সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। মেডিকেল থেকে না জেনে সিদ্ধান্ত নেইনি।’