আমিরাতের হলগুলোতে চলবে বাংলাদেশি চলচ্চিত্র, অক্টোবরে আসছে ‌‘সুড়ঙ্গ’

0

প্রবাসীদের মধ্যে অনেকে আছেন, যারা বিদেশে বসে দেশের সিনেমা দেখতে চান। আন্তর্জাতিক বাজার না থাকায় দেশের বাইরে মুক্তি দেওয়া হয় না বাংলাদেশি সিনেমা। তবে সংযুক্ত আরব আমিরাতে এবার সিনেমা প্রেমিদের জন্য বাংলাদেশি সিনেমা নিয়ে আসছে আমেরিকান প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস। অক্টোবরের শুরুতেই ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে আমিরাতে যাত্রা করবে এই প্রতিষ্ঠান।

শনিবার রাতে স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বায়োস্কোপ মিডিয়া ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান।

বায়োস্কোপ ফিল্মসের চিফ অপারেটিং অফিসার শুভজিৎ রায় বলেন, ‘মূলত বাংলাদেশি চলচ্চিত্র সংযুক্ত আরব আমিরাতে আমরা প্রদর্শন করতে চাই। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্যে। আমেরিকায় কলকাতা ও ঢাকার বাংলা সিনেমা প্রদর্শন করা হয়। কিন্তু আমিরাতে কেবল বাংলাদেশি চলচ্চিত্র আনা হবে।’

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বায়োস্কোপের দুই মহাপরিচালক রাজ হামিদ ও নৌসাবা রশিদ। তারা জানান, প্রতিবছর দেশে দু’একটি ব্লকবাস্টার সিনেমা মুক্তি পায়। আমেরিকা ও কানাডা প্রবাসীরা এগুলো উপভোগ করতে পারছেন। কিন্তু মধ্যপ্রাচ্যে সেই সুযোগ নেই। মধ্যপ্রাচ্যের বৃহৎ বাংলাদেশি কমিউনিটির বিনোদনের সুযোগ এনে দিতে তারা বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নিচ্ছেন। আগামীবছর থেকে দেশের সঙ্গে মিল রেখে একই দিন সংযুক্ত আরব আমিরাতেও বাংলাদেশের চলচ্চিত্র রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে এই প্রতিষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here