অনেক সম্ভাবনার নাকুগাঁও বন্দর

0

আমদানি-রফতানিতে শেরপুরের নাকুঁগাও স্থলবন্দরের সম্ভাবনা অনেক বেশি, যা এক বছরের মধ্যে আরও পাঁচগুণ আমদানি বৃদ্ধি সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবদুল মাতলুব আহমেদ।

মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী নাকুঁগাও স্থলবন্দর পরিদর্শনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাংলাদেশ বাণিজ্য উন্নয়নে নাকুঁগাও স্থলবন্দরের সম্ভাবনা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি। মতবিনিময় সভায় এই বন্দরের গুরুত্ব তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির সদস্য জাহাঙ্গীর কবির, আইবিসিসিআই’র অ্যাডমিন অফিসার সঞ্জিব কুমার বালা, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, নাকুঁগাও স্থলবন্দরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুলসহ অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here