স্কোয়াডে তামিমের না থাকার গুঞ্জন, নিউজিল্যান্ড ম্যাচের পর বিশ্বকাপ দল ঘোষণা

0

অনেক জল্পনা-কল্পনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করা হবে চলমান নিউজিল্যান্ড ম্যাচের পর। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে লড়ছে টাইগাররা। নিজেদের প্রথম ইনিংসে ১৭১ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। তার জবাবে বর্তমানে ব্যাট করছে লকি ফার্গুসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড।

বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, এই ম্যাচের পরই বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হবে।

যদিও বিসিবির পক্ষ থেকে এখনো সরাসরি এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্ট বিসিবি জানায়, ‘শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩! জমজমাট এই আসরকে সামনে রেখে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা ও জার্সি উন্মোচন হবে আজ। বিস্তারিত জানতে বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here