বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন দিনের কর্মসূচী পালন করে।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান এমপি, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, ফেরদৌসী ইসলাম জেসি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মুজিব মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন আ.লীগের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৮টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।