ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে ৭০টি বড় ও ২০টি ছোট বাইসাইকেলসহ ৯০টি বাইসাইকেল ও ১৫৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে গরিব মেধাবী ছাত্র-ছাত্রী ও অসহায় মহিলাদের মাঝে এসব বিতরণ করা হয়।
ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ড. এম হারুন অর রশিদ নিজ হাতে তুলে দেন এসব বাইসাইকেল ও সেলাই মেশিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সিএ শেখ শফি উদ্দিন, শেখ লোকমান হোসেন আপেল ও সংরক্ষিত মহিলা সদস্য অনিতাসহ আরও অনেকে।