হুতিদের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি জানায়।
এতে বলা হয়, সৌদি আরব বাহরাইনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে। আমরা হুতি সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ না করার আহ্বান পুনর্ব্যক্ত করছি। হুতিরা যেন জাতিসংঘের রেজুলেশন লঙ্ঘন না করতে পারে সেটা নিশ্চিত করারও আহ্বান জানাই। হামলায় নিহতের পরিবারের প্রতিও সহানুভূতিও ব্যক্ত করেছে সৌদি আরব।
বাহরাইনের সামরিক কমান্ড অভিযোগ করেছে, ইরানপন্থি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন হামলায় তাদের দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।