মা হলেন স্বরা ভাস্কর

0

মা হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গত শনিবার কন্যা সন্তানের জন্ম দিলেও সুখবরটি স্বরা ইনস্টাগ্রামে জানালেন সোমবার সন্ধ্যায়। শোনা যাচ্ছে, সুফি সন্ত রাবিয়া বাসরির নামেই সন্তানের নামকরণ করেছেন স্বরা এবং ফাহাদ আহমেদ। সোমবার সদ্যোজাতের সঙ্গে বেশ কিছু পারিবারিক ছবি ভাগ করে নিলেন স্বরা। সকলের কাছে আশীর্বাদও চেয়ে নিলেন অভিনেত্রী।

এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে এক প্রকার কোনো ঘোষণা ছাড়াই রাজনীতিবিদ ও সমাজকর্মী ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী। তারপর মার্চ মাসে বিয়ের সামাজিক অনুষ্ঠান। গায়েহলুদ থেকে মেহেন্দি, সংগীত- স্বরা ও ফাহাদের বিয়েতে আয়োজন ছিল সব অনুষ্ঠানের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here