মিরপুর শের -ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (২৬ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে হেরে ইতিমধ্যে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। এর আগে পরিত্যক্ত হয় প্রথম ওয়ানডে।
এদিকে, ওয়ানডে বিশ্বকাপের আগে রীতিমতো ছন্নছাড়া টিম টাইগার্স। ওপেনিং সঙ্কট মিটলেও নিয়মিত ওপেনার লিটন কুমার দাসের ফর্ম ভাবাচ্ছে রীতিমতো। সেই সাথে লোয়ার অর্ডার ও ফিনিশিং লাইন নিয়েও আছে দোটানা। বিশ্বকাপ স্কোয়াডে কয়জন বোলার থাকবেন সে বিষয়েও আছে ধোঁয়াশা। সবমিলিয়ে বিশ্বকাপরে ১২ দিন আগেও দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে যুক্ত হয়েছেন খালেদ আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব। তাসকিন আহমেদ অসুস্থ থাকায় তার পরিবর্তে খালেদকে নেওয়া হয়। তবে আফিফকে নেওয়ার কারণ জানা যায়নি।
তৃতীয় ওয়ানডের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, জাকির হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আফিফ হোসেনহাসান মাহমুদ, রিশাদ হোসেন।