অসুস্থতার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে খেলছেন না ওপেনার তামিম ইকবাল। সেই সাথে প্রথম দুই ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া লিটন কুমার দাসও অসুস্থতাজনিত কারণেই সরে দাঁড়িয়েছেন।
এবার জানা গেল শেষ ম্যাচের জন্য দলে রাখা তাসকিন আহমেদও অসুস্থ। ফলে তিনি এই ম্যাচে খেলতে পারবেন কিনা তা অনিশ্চিত।
বিসিবির চিকিৎসা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পেটের পীড়ায় ভুগছেন তাসকিন। ফলে তাসকিনের আগামীকালকের ম্যাচে অংশ নেওয়ার বিষয়টিও নির্ভর করছে শারীরিক সুস্থতার ওপর।
তাসকিনের অসুস্থ, তাই দলের সঙ্গে থাকতে বলা হয়েছে পেসার খালেদ আহমেদকে। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন। তবে তাসকিন, শরীফুল ফেরায় তাকে শেষ ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল।