বন্যার দুই সপ্তাহ পরও লিবিয়ায় মিলছে মরদেহ

0

ভূমধ্যসাগরীয় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের কারণে পূর্ব লিবিয়ায় সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৮৪৫ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ হিসাব নিশ্চিত করলেও শুরুর দিকে ১০ হাজারের বেশি নিহতের খবর দেওয়া হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বন্যার দুই সপ্তাহ পরও বিধ্বস্ত এলাকায় মিলছে মরদেহ।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুঃখজনকভাবে মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে।

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে বন্যায় নিহত হয়েছেন প্রায় তিন হাজার ৯৫৮ জন বাসিন্দা। এছাড়া নিখোঁজ রয়েছেন নয় হাজারের বেশি মানুষ।

গত ১০ সেপ্টেম্বর ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েল পূর্ব লিবিয়ায় আঘাত হানে। এর প্রভাবে বেনগাজি, বায়দা, আল মারজ, সুসা ও দেরনাসহ বেশ কয়েকটি শহরে বন্যা হয়। ব্যাপক অবকাঠামোর ধ্বংস ও প্রাণহানি ঘটে।

এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দেরনা। শহরের কাছাকাছি বাঁধ ফেটে হাজার হাজার বাড়িঘর ও মানুষ ভেসে যায়।

লিবিয়ার কর্মকর্তাদের মতে, বন্যায় দেরনার প্রায় ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here