খুলনার ডুমুরিয়ার বরাতিয়া গ্রামে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের এসব সদস্যকে খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
সোমবার দুপুরে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
পুলিশ সুপার বলেন, ডাকাতদলের সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে বরাতিয়া গ্রামের রায়হান সরদার ও সাবাজুল মোল্লার ঘরে ঢুকে মালামাল লুট করে। এ ঘটনায় জড়িত ১০-১২ জনের মধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হবে।