পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

0

পর্তুগাল প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের একমাত্র সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত ৩য় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেল ৪ টায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে লিসবনের অভিজাত হোটেল মুন্ডিয়ালের মিলনায়তনে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে সংগঠনের দপ্তর সম্পাদক মো. শাহজাহান পবিত্র আল কোরআন তেলাওয়াত করেন। এর পর জাতীয় সংগীত ও অতিথিদের ফুল দিয়ে বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি পর্তুগিজ গণমাধ্যমগুলোতে যুক্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহবান জানান।

অভিষেক অনুষ্ঠানে পর্তুগাল আওয়ামী লীগ, পর্তুগাল বিএনপি, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, বাংলাদেশ কমিউনিটি অব মিলফন্তেস, পর্তুগাল যুবলীগ, পর্তুগাল সেচ্ছাসেবক দল, পর্তুগাল ছাত্রলীগ, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, বৃহওর নোয়াখালী অ্যাসোসিয়েশন, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন, বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল, পোর্তো আওয়ামী লীগ, সেতুবাল আওয়ামী লীগ, বিশ্বো সুন্নী আন্দোলন পর্তুগাল, জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগাল, ফেনী অ্যাসোসিয়েশন পর্তুগাল, পর্তুগাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, স্বজন ফাউন্ডেশন পর্তুগালের নেতৃবৃন্দ সহ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এফ আই রনির সংঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here