আলোক ফাঁদ স্থাপন বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

0

চুয়াডাঙ্গায় ধানে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঠেকানোর জন্য আলোক ফাঁদ ব্যবহার ও তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার শৈলগাড়ি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ। 

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা। অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কায়সার আলী, হর্টিকালচার সেন্টারের অতিরিক্ত উপ-পরিচালক মমরেজ আলী, সদর উপজেলা সহকারী কৃষি অফিসার আমিরুল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী, মিমপেক্স এগ্রো কেমিক্যাল লিমিটেডের এরিয়া ম্যানেজার জাহিদুল আলম, মার্কেটিং অফিসার আমজাদ হোসেন প্রমুখ। সভা শেষে কৃষিতে ক্ষতিকারক পোকার উপস্থিতি শনাক্তকরণে কৃষকদের আলোক ফাঁদ ব্যবহার করে দেখানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here