প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান যাচাই করছেন ইউএনও

0

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের পাঠদান পদ্ধতি, নিয়মশৃঙ্খলা, শিক্ষার মান, শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলাবোধের বিষয়ে তদারকি শুরু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। সোমবার বেলা ৯টায় তিনি ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান এসময় তার সাথে ছিলেন। 

নির্বাহী কর্মকর্তা এসময় শিশু সমাবেশে জাতীয় সংগীত, শপথ, নৈতিক শিক্ষা, শুদ্ধতার সাথে বাংলা বলা, ইংরেজি ভাষা চর্চা, শিশুশ্রম, বাল্যবিয়ে ও সুশিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। 

নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিক্ষিত জাতির মূল ভিত্তি। তাই, আধুনিক শিক্ষা, সুশিক্ষা, নৈতিক শিক্ষা ও শিশু সুরক্ষার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here