ফুলপুর উপজেলা কাবাডি দলকে পুলিশের সংবর্ধনা

0

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু আন্তঃগোল্ডকাপ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় ফুলপুর উপজেলা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে ফুলপুর থানা পুলিশ। রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফুলপুর থানা অডিটরিয়ামে ওসি আব্দুল্লাহ আল মামুনের আয়োজনে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় প্রত্যেক খেলোয়াড়কে ১টি করে মেডেল, টাউজার ও টাকসু প্রদান করা হয়। এর আগে ২৫ জুলাই ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের উদ্যোগে তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছিল। 

ওসি  আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,  উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সোহেল, ক্যাপ্টেন শাফেল সাংমা, রাজন, আব্দুর রহিম, জুবায়েদ প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here