কানাডার ক্যালগেরিতে কমিউনিটির মন ছুঁয়েছে ‘মিক্সটেপ’ এর বাংলা কনসার্ট

0

কানাডায় বেড়ে উঠা তরুণ প্রজন্মের মাঝে মূলধারার মঞ্চে বাংলা ব্যান্ড গানকে তুলে ধরার প্রত্যয় নিয়ে ক্যালগেরির 

ম্যাগনোলিয়া হলে ‘মিক্সটেপ’ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা কনসার্ট। 

অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক শিল্পীদের সাথে নেচে গেয়ে ভিন্নরকমের এক পরিবেশ তৈরি করে। পুরো অডিটোরিয়াম পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। বাংলা কনসার্ট সকলস্তরের দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে কমিউনিটির সেরা এবং সফল আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে সকল মহলে।

বিকেল থেকেই বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অনুষ্ঠানস্থলে ভীড় জমায়। গভীর রাত পর্যন্ত নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তরুণরা। আয়োজকদের নিপুণ ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটিই সম্পন্ন হয় কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই। শিল্পীদের পারফরমেন্সের পাশাপাশি বাংলা কনসার্টের ব্যবস্থাপনা টিমের নৈপুণ্যও দর্শকদের প্রশংসা অর্জন করেছে। 

এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক “মিক্সটেপ” এর মোহাম্মদ খান, সাইফুল আজীম সহ অনুষ্ঠানের বিভিন্ন স্পন্সরগণ এবং কমিউনিটির বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ খান জানান, প্রবাসে তরুণ প্রজন্মের সাথে বাংলা সংস্কৃতির সেতু বন্ধন তৈরির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনই আমাদের মূল লক্ষ্য। আমাদের তরুণ প্রজন্ম এখনো বাংলা সংস্কৃতিকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে। শুধু দরকার ছিল এমন একটা পদক্ষেপের। অনুষ্ঠানটি কে সফল করতে স্পন্সরসহ যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ওয়াকার আহমেদ রাজা জানান, প্রবাসে থাকলেও বাংলাদেশ আমাদের হৃদয়ে। এই আয়োজন আমাদের নতুন প্রজন্মের মাঝে আমাদের বাংলা সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরবে। এই আয়োজনের সাথে আমি ও আমার প্রতিষ্ঠান প্রেইরি ওয়েস্টার্ন কলেজ সম্পৃক্ত হতে পেরে ধন্য মনে করছি। এভাবেই প্রবাসে আমাদের সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here